শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

স্রোতান্তর

News Sundarban.com :
অক্টোবর ২০, ২০২১
news-image

স্রোতান্তর
হরিদাস পাল  

ভিখারিটি একটানা বাজিয়ে চলেছে দোতরা।
চারপাশ শুনশান, তবু মিষ্টি মধুরে দোতরা ।
ভিখারিটি ভাবল, শহর কি মৃত? নাকি মাটির
গেঁথে থাকা সুর অপছন্দ?
আমি যে শিকড়ের সুর ছাড়া কিছু জানি না,
শিকড়ই আমার বেঁচে থাকার শ্বাস-প্রশ্বাস।
তবে কি এখানে আমার থাকা চলবে না?
মাটি যে বলেছিল শহরে যাও, মাটির শিকড়ের
সুর বাজাও, গাও, অভাব হবে না।
এক এক করে স্পষ্ট হল এ শহর মৃত, নেই কোন
মাটি, নেই তার শিকড়, নেই প্রাণ।
মাটি কি মিথ্যে বলেছিল? তা বলবে কেন? মাটি
মিথ্যে বলে না।
হয়তো অনেক আগে শুনেই আশার আলো
শুনিয়েছিল।
মাটি জানে না শহর বিক্রি হয়েছে আজ
সুরান্তরের কাছে ,তার শিকড় এখনও পৌঁছায়
নি শহরে।
না না, এখানে আর নয়, মাটির কাছেই চলে
যাব ; ছেড়ে যাব সেখানেই আমার শেষ নিঃশ্বাস।