শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন দল গঠন করে ২০২২ এর নির্বাচনে লড়াইয়ের ডঙ্কা বাজালেন অমরিন্দর সিং

News Sundarban.com :
অক্টোবর ২০, ২০২১
news-image

মাসকয়েক যাবদ পাঞ্জাব কংগ্রেসে সিধু বনাম ক্যাপ্টেন সিংয়ের গৃহযুদ্ধ সারা দেশের আলোচনার শীর্ষে ছিল।

সেই যুদ্ধের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ এরপর মুখ্যমন্ত্রী হন প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু ঘনিষ্ঠ চরণজিৎ সিং চান্নি। নির্বাচনের কয়েকমাস আগে এই দ্বন্দ্ব কংগ্রেসের কাছে বিড়ম্বনার কারণ।

তেমনি কংগ্রেসের সিদ্ধান্ত ক্যাপ্টেন সিংয়ের কাছেও বিড়ম্বনার কারণ। তাই নিজের নতুন দল গঠন করে ২০২২ এর নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের ডঙ্কা বাজালেন। এদিন ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেন, পাঞ্জাবের ভবিষ্যতের জন্য লড়াই শুরু হয়েছে।

পাঞ্জাবের মানুষের উন্নয়নের স্বার্থে নিজের নতুন দল গঠন করবেন তিনি। এমনকি প্রায় একবছর ধরে যে কৃষকরা আন্দোলন করছেন তাঁদের স্বার্থেও লড়াই করবেন।