শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের তীর্থ ভ্রমণের খরচ যোগাবেন বিধায়ক 

News Sundarban.com :
অক্টোবর ১৭, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং – এলাকার দরিদ্র অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য বড়সড় ঘোষনা করলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের ইচ্ছা থাকলেও পরিবারের আর্থিক অস্বচ্ছ্বলতার কারণে শেষ জীবনে তাঁরা তীর্থ ভ্রমণ করতে পারেন না।শেষ জীবনের সাধ অপূর্ণ রয়েই যায়।

আর সেই কারণে ক্যানিং থানার অন্তর্গত সাতমুখী বাজারে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বৃদ্ধ-বৃদ্ধাদের তীর্থ ভ্রমণ করানোর কথা প্রকাশ্যে ঘোষণা করেন বিধায়ক।বিধায়কের এমন ঘোষনায় আপ্লুত এলাকার সাধারণ নাগরিক থেকে অসহায় বৃদ্ধ-বৃদ্ধারা।

বিধায়ক জানিয়েছেন “আমার সামনে পিছনে কেউ নেই। সংসার ধর্ম ও নেই। ফলে শুধু রাজনীতি করলে হবে না। এ জগতে কিছু কর্ম করে যেতে হবে যা আগামী প্রজন্মের কাছে বার্তা বহন করবে।ফলে আমার বাবা-মা নেই। আমার বিধানসভা এলাকার বৃদ্ধ-বৃদ্ধা’রা আমার পিতা-মাতা। তাঁরা যাতে তাঁদের শেষ জীবনের অপূর্ণ সাধ পূরণ করতে পারেন তার জন্য যত টাকা খরচ হোক না কেন তাঁদের তীর্থ ভ্রমণ এর সুযোগ করে দেবাে।এক কথায় তাঁদের ঘরের ছেলে পরেশ রাম দাস তাঁদের পাশে রয়েছে। ’

সাধারণ দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিধায়কের এমন স্বতঃষ্ফুর্ত ঘোষণায় ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের সাধারণ নাগরিকরা খুশি।স্থানীয় বাসিন্দা দুলাল গায়েন বলেন ‘সত্যি এমন বিধায়ক পাওয়া ভাগ্যের ব্যাপার। পরেশ বাবু এতোটাই উদার মনের মানুষ যে তিনি বিধায়ক হোক কিংবা সাধারণ নাগরিক হোক,তিনি সবসময় মানুষের পাশে থাকেন। এমন বিধায়ক যেন প্রতিটি ব্লকে ব্লকে তৈরী হয়।’