শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মনস্তাপ

News Sundarban.com :
অক্টোবর ১২, ২০২১
news-image

মনস্তাপ

ম তি ন রা য় হা ন

প্রতিদিন ঘুম ভাঙলেই দেখি
একেকটি সূর্যফোটা ভোর
কী দ্রুত ডুবে যাচ্ছে গহিন অন্ধকারে!
বাতাসে ভেসে আসছে লোবানের ঘ্রাণ
মৃত আত্মাগুলো যেন কেমন জেগে উঠছে!
ফণিমনসার কাঁটায় কাটছে
হৃদয়ের শিরা-উপশিরা;
তবে কি এই-ই মানবজন্ম?
সন্ধ্যার বারান্দায় কারা নাচে
বুকে বাজে খুব ঝুমুর ঝুমুর নাচ!
পায়ের কাছে পাদুকা রেখে কে খোঁজে রোজ
পথের পদাবলি?
সারি সারি কবরের স্তব্ধতা
শ্রাবণের অঝোর বর্ষণে কী অস্থির
কেঁপে কেঁপে ওঠে!
কবরের গায়ে কী এপিটাফ লেখা যায়
একটু ভাবুন তো?
আপনারা একটু ভেবেই না হয় বলুন :
এই ফাঁকে আমি কোনো প্রসন্ন দোয়লের কাছ থেকে
জীবনের জন্যে অনিবার্য কিছু সুর নিয়ে আসি!