শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তোমাকে ভুলে যেতে যেতে

News Sundarban.com :
অক্টোবর ১২, ২০২১
news-image

তোমাকে ভুলে যেতে যেতে
বিভীষন বসাক

তোমাকে ভুলে যেতে যেতে আরেকটি বিকেল নামে
মাঠের ঘাসে শালিকের ডানায় কাঁপে রোদের ঝিলিক
কিছু ঝরাপাতা হাওয়ায় ডানা মেলে উড়ে যায় তোমার বাড়ি
স্কুলের ছুটির ঘন্টা বাজে প্রেমিকের বুকে।

তোমাকে ভুলে যেতে যেতে ফিরে আসে কৃষ্ণপক্ষ রাত
কনেদেখা আলোয় আচমকা মেঘ জমে বৃষ্টি নামে
পানা পুকুরে ডেকে যায় একটান একটি ডাহুক
পঁচিশ বছর নিরুদ্দেশ থাকা চিঠি নিয়ে আসে ডাকপিয়ন।

তোমাকে ভুলে যেতে যেতে হেমন্তে ফলবতী হয় ধানখেত
নতুন অষ্টাদশীর নিটোল গালে ফুটে ওঠে পিকাসোর চিত্রকলা
রোদেলা মধ্যদুপুরে বৃষ্টি নেমে বেজে ওঠে জলের নূপুর
শরতের সাদা মেঘের ভেলা উড়ে আসে এই বিষ্ণুপুর।

তোমাকে ভুলে যেতে যেতে শ্রাবণে ফিরে আসে
সেইসব স্মৃতিগন্ধা শরীর ছোঁয়া রাত
তোমাকে ভুলে যেতে যেতে তবু আসে সোনালি প্রভাত।