শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সুবর্ণগ্রাম

News Sundarban.com :
অক্টোবর ১১, ২০২১
news-image

সুবর্ণগ্রাম
জুনান নাশিত

খোলা আকাশের নীচে তুমি এক খণ্ড বস্ত্রের আকার!
নিস্তব্ধতার হৃৎ পুকুর হয়ে জড়িয়ে রয়েছো মসলিন মায়ায়
সুবর্ণগ্রাম,
তুমি উন্মোচিত আকাঙ্ক্ষার ভেতর থেকে নেমে আসা কুয়াশা জমিন।

খাসনগর দীঘির পাড়ে ভোরের সূর্য আলো খেলায় মেতেছিল সেদিন
হাতকোপা গ্রাম থেকে রঙিন পায়রার ঝাঁক উড়ে গেল
পানাম নগর পেরিয়ে
মসলিনে মোড়ানো প্রান্তর অকস্মাৎ সূর্যমুখী আলোর ফোয়ারা বেয়ে
নেমে গেল মেঘনার বুকে
সুবর্ণগ্রাম, তুমি দূর জন্মে বেড়ে ওঠা বিনাশের প্রতিধ্বনি
ছড়িয়ে রয়েছো জীবনের ক্ষয়িষ্ণু ভিটায়
৫৬ হাজার বর্গমাইল জুড়ে যে বিস্ময়ের তোপধ্বনি আমার স্বপ্নঘোরে
সুবর্ণগ্রাম তুমি তারই রেশ, আমার প্রাচীন ভূমি।

ঈশাখাঁর ঝলসানো তলোয়ারে ছিন্নভিন্ন রক্তাক্ত ধড়
জ্যোৎস্না ফোটা নীরব অন্ধকারে আমাদের পায়ের কাছে
যেন বেদনার বিশুদ্ধ গোলক লুটোপুটি খায়
খাঁজকাটা সুপ্রাচীন এক তাঁতঘরে।

সুবর্ণগ্রাম, তোমার পথে পথে শিশির সন্ন্যাস
তাঁতীদের অবিস্ফারিত দীর্ঘশ্বাস, কাটা আঙুলের ছাপ
সুবর্ণগ্রাম, তুমি না ফোটা আলোর পল্লব
চোখে লেপ্টে থাকা গুনগুনে বিরহগীত
জয়নুলের স্বপ্নপূরণের লোকায়ত ইতিহাস!

তুমি ঋষিপাড়ার সেই মন্দির পাঠশালা
যেখানে ছোট্ট কোমল মেয়েটির মুখে দেখেছিলাম
শ্যামল নিবিড় একটুকরো বাংলাদেশ।