বাড়ির শেষ সম্বল হারিয়ে অসহায় বড়জোড়া ব্লকের বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: প্রবল বৃষ্টির জেরে বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের চান্দুরিয়া গ্রাম এখন জলমগ্ন। ভেঙ্গে পড়েছে বহু বাড়ি। বড় বড় গাছ পড়েছে রাস্তার উপর। বাড়ির শেষ সম্বল টুকু হারিয়ে অসহায় বড়জোড়া ব্লকের বাসিন্দারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আমার মা,বাবা, ছেলে, মেয়ে নিয়ে ছয় জনের বাস। আমার বাড়ি মধ্যে এক কোমর জল । নষ্ট হয়েছে দুই কুইন্টাল চাল। সব হারিয়ে এখন আমি সর্বশান্ত।
রাস্তাঘাট জলের নীচে। জল কখন নামবে সেই দিকে তাকিয়ে বাসিন্দারা।