শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচন পর্ব অবাধ ও শান্তিপূর্ণ রাখতে রাস্তায় নাকা চেকিংয়েরও নির্দেশ

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৫, ২০২১
news-image

তিন বিধানসভা আসনের ভোট ও উপনির্বাচন পর্বে হিংসা রুখতে সব রকমের প্রস্তুতি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দিল রাজ্য সরকার। বুধবার ভোটের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বীবেদী।

সেখানেই তিনি এই মর্মে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। বুধবার ৪৫ মিনিটের এই ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও হাওড়ার পুলিশ সুপার ও পুলিশ কমিশনাররা।

সেখানে নির্বাচন পর্ব অবাধ ও শান্তিপূর্ণ রাখতে বেশ কিছু ব্যবস্থা নিতে মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। মুখ্যসচিব বলেন, ভোটে দুষ্কৃতীরা যাতে অস্ত্রশস্ত্র, তাজা বোমা ব্যবহার করতে না পারে, প্রশাসনিক কর্তাদের সেদিকে নজর রাখতে হবে। প্রয়োজনে রাস্তায় নাকা চেকিংয়েরও নির্দেশ দেওয়া হয়েছে।