শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এডমিট কার্ড বিভ্রাট, চিন্তায় কলেজের ছাত্র-ছাত্রীরা

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৫, ২০২১
news-image

এবারে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অ্যাডমিট কার্ড বিভ্রাট। এডমিট কার্ড ছাড়াই পরীক্ষা দিচ্ছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মানিকচক কলেজ সহ বেশ কয়েকটি কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা। প্রথম সেমিস্টার এডমিট কার্ড দিয়ে উত্তর পত্র জমা দিতে পারবেন ছাত্রছাত্রীরা জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

সাইবার হানার পর সার্ভার গার্বেজ ফ্রি করতে কাজ চলছে তার কারনে এই সমস্যা দাবি বিশ্ববিদ্যালয়ে কন্ট্রোলার বিশ্বরূপ সরকারের। এদিকে সার্ভারে সাইবার হানা নিয়ে আইপি অ্যাড্রেস ধরে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ। সম্প্রতি চতুর্থ সেমিস্টার এ ফরম ফিলাপ করতে গিয়ে বিভ্রাটের সূত্রপাত। মালদা ওমেন্স কলেজের বেশ কয়েকজন ছাত্রীর ফরম ফিলাপের সময় অশ্লীল মেসেজ সহ আপলোড হয়ে যায় ফর্ম।

বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানো হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। এর পরই তড়িঘড়ি সার্ভার আপডেটের কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার ফলে এডমিট কার্ড বিভ্রাট সৃষ্টি হয়। দ্বিতীয় সেমিস্টার এর এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না ছাত্রছাত্রীরা। যার ফলে চিন্তায় পড়ে যান পরীক্ষা শুরু হওয়া মানিকচক কলেজ সহ বেশ কয়েকটি কলেজের ছাত্র-ছাত্রীরা।