শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উপনির্বাচন: ভাবনীপুরে মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

News Sundarban.com :
সেপ্টেম্বর ১০, ২০২১
news-image

দলের ভেতরেই ধোঁয়াশা মমতার বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে। বেশ কয়েকজন ব্যক্তির নামও উঠে এসেছিল প্রার্থীর তালিকায়। তাদের মধ্যে  অভিনেতা মিঠুন চক্রবর্তী, প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষ, দলের তাত্ত্বিক নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় প্রমুখ। আলোচনায় ছিল- লকেট চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ এবং প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নাম।

কাকে প্রার্থী করা হবে এ নিয়ে যখন দলে তোলপাড় চলছে তখনই সামনের সারিতে চলে আসে প্রিয়াঙ্কার নাম। দিল্লির কাছে তার বিষয়ে প্রস্তাবও পাঠানো হয়েছিল। শেষমেশ সেই প্রস্তাবেই সিলমোহর দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

৩০ সেপ্টেম্বর উপনির্বাচন হবে ভাবনীপুরে। একই সঙ্গে ওই দিনই মুর্শিদাবাদের সমশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রেও ভোট। সমশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এ কারণে ওই দুই কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়ে যায়। সমশেরগঞ্জে বিজেপির প্রার্থী করা হলো মিলন ঘোষকে। জঙ্গিপুরে গেরুয়া শিবিরের প্রার্থী সুজিত দাস।