শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের

News Sundarban.com :
সেপ্টেম্বর ১০, ২০২১
news-image

নিম্নচাপের প্রভাব কাটতেই ফের গরমের দাবদাহে নাজেহাল রাজ্যবাসী। যদিও পুজোর আগে বৃষ্টি হোক এমনটাও কেউ চান না। কিন্তু ফের বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানালো আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে বঙ্গোপসাগরের উপরে ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ।

যার ফলে আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হতে চলেছে। পাশাপাশি আরও জানা গিয়েছে আগামী রবিবার এই নিম্নচাপ আরও ঘনীভূত হবে। যে কারণে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে।

ইতিমধ্যেই সর্তকতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। তাদের শনিবারের আগেই ফিরে আসতে বলা হয়েছে। এছাড়া আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। জানা গিয়েছে এই নিম্নচাপের ফলে আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে।