বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লোকেশ রাহুল ও রহিত শর্মার ব্যাটিং হতাশ করছিল ইংলিশদের

News Sundarban.com :
সেপ্টেম্বর ৪, ২০২১
news-image

তৃতীয় দিনের শুরুতে এগিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু প্রথম ঘণ্টায় স্বাগতিকদের ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে ভারত। দুই ওপেনার লোকেশ রাহুল ও রহিত শর্মার ব্যাটিং হতাশ করছিল ইংলিশদের।

জিমি অ্যান্ডারসনের বলে রাহুল ফিরে গেলেও ভারতের দাপট থামেনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়েই ২১২ রান তুলেছে ভারত। এরই মধ্যে প্রথম ইনিংসের ঘাটতি কাটিয়ে ১১৩ রানের লিড নিয়ে ফেলেছে সফরকারীরা। রোহিত অপরাজিত আছেন ১১১ রানে, ৫৩ রানে অপরাজিত ৫৩ রানে।

আলোটা স্বাভাবিকভাবেই রোহিত শর্মার ওপর। দেশের বাইরে এই প্রথম যে সেঞ্চুরি পেলেন এই ওপেনার। সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা রোহিত মঈন আলীর বলে ছক্কা মেরে ক্যারিয়ারের এই প্রথমের ছোঁয়া পেলেন।

সকালে রান তোলার দায়িত্বটা রাহুলই (৪৬) নিয়েছিলেন। সিরিজে এর আগে ক্যারিয়ারের দ্বিতীয় ধীরতম ফিফটির রেকর্ড গড়া রোহিত উইকেটে সময় কাটাতেই আগ্রহী ছিলেন বেশি।