শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশাল আকৃতির কেউটে ধরে বনদফতরের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা

News Sundarban.com :
আগস্ট ২৫, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং -মাছধরা আটলে(ঘুণি) ধরা পড়েছিল প্রায় ছয় ফুট লম্বা বিশাল আকৃতির এক কেউটে সাপ। সাপটিকে না মেরে পরিবেশ সচেতনতার জন্য বনদফতরের হাতে তুলেদিলেন গ্রামবাসীরা।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে মাঠের মধ্যে জলাশয়ে মাছ ধরার জন্য আটল পেতেছিলেন বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খেড়িয়া গ্রামের মৎস্যজীবী সেলিম সরদার।বুধবার সকাল জলাশয় থেকে আটল তুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায়। মাছের পরিবর্তে আটলে ধরা পড়েছে এক বিশাল কেউটে সাপ।

ফোঁস ফোঁস গর্জন করতে থাকে। তিনি আটলটি সাবধানে তুলে নিয়ে পাড়ার মধ্যে চলে আসেন। ততক্ষণে খবর পেয়ে সাপ দেখার জন্য এলাকার প্রচুর লোকজন ভীড় করতে শুরু করেছে। ইতিমধ্যে জনাকয়েক যুবক সাপটি মেরা ফেলার জন্য উদ্যত হতে থাকে।সেলিম সরদার তাদের কে শান্ত করেন। সাপ পরিবেশের ভারসাম্য বজায় রাখে ফলে সাপ কে মারা একে বারেই অনুচিত। এরপর স্থানীয় বনদফতরে খবর দেওয়া হলে বনদফতর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।