যে কোন সময়েই বড়সর বিপদের আশঙ্কা চন্দননগরের পৌর নিগমের এই বাড়িটি

নিজস্ব সংবাদদাতা, চন্দননগর: চন্দননগর পৌর নিগমের ২১ নং ওয়ার্ডে বিপজ্জনক বাড়ি। দীর্ঘ দিন ধরেই এই ভাবেই যরা জিরনো অবস্থায় পড়ে রয়েছে চন্দননগর পৌর নিগমের কোন রকম হিলদল নেই। এলাকার বাসিন্দাদের অভিযোগ। এই বাড়ির ক্ষতিগ্রস্ত ( বিপজ্জনক) হবার ফলেই বাড়ির ইট খসে খসে রাস্তার উপর পড়ছে।
এর পাশাপাশি ঐ বিপজ্জনক বাড়ির মধ্যে সাপ সহ বিভিন্ন ধরনের জীবজন্তুর বাসা বেধেছে। সব থেকে বড় বিপজ্জনক হয়ে রয়েছে। বাড়িটির পাশ দিয়েই ২১নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ যাতায়াতের পথ। এই পথের উপরেই বিপজ্জনক বাড়িটির ইট থেকে বাড়ির ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে ভেঙে পড়ছে। যে কোন সময়েই বড়সর বিপদের আশংক্ষা রয়েছে।
এলাকার বাসিন্দারা জানান অনেকবার চন্দননগর পৌর নিগমের আধিকারিকদের ও চন্দননগরের বিধায়কের কাছে জানানো হলেও কিছুই শুরাহা হয় নি বা হচ্ছে না।শুধুমাত্র চন্দননগর পৌর নিগমের পক্ষ থেকে একটি বিপজ্জনক বোর্ড লাগিয়ে দিয়েই চলেগিয়েছেন আধিকারিকেরা।