একটি বাড়ি থেকে মধুচক্রের দুই মহিলা পান্ডা সহ মোট ২১ জন আটক

নিজস্ব সংবাদদাতা, নৈহাটি: গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন নৈহাটি রাজেন্দ্রপুরের একটি বাড়ি থেকে মধুচক্রের দুই মহিলা পান্ডা সহ মোট ২১ জনকে আটক করলো নৈহাটি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে বুধবার সন্ধ্যায় নৈহাটি থানার বিশেষ দল রাজেন্দ্রপুর এর একটি বাড়িতে হানা দেয়, সেখান থেকে ওই মহিলাদের আটক করা হয়।
জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ওই মহিলাদের বিভিন্ন বার রেস্তোরায় যৌনকর্মের জন্য আনা হতো বলে জানা গেছে।এদের মধ্যে দুইজন নাবালিকা রয়েছে।
বুধবার রাতে তাঁদের আটক করে ব্যারাকপুর কমিশনারেটের মহিলা থানার তত্বাবধানে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয়।সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ।