ঠাকুরপুকুর থানার সামনে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা: SFI DYFI ও গণতান্ত্রিক মহিলা সমিতির কর্মীরা বুধবার সন্ধে বেলা ঠাকুরপুকুর থানার সামনে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ কসবা ভ্যাকসিন কাণ্ডে যেভাবে সাধারণ মানুষকে প্রতারিত করা হয়েছিল ভুয়ো ভ্যাকসিন দিয়ে এবং এই ভুয়া ভ্যাকসিন কাণ্ডে যারা যারা জড়িত আছে তাদের শাস্তির দাবিতে আজ তাদের বিক্ষোভ।
পাশাপাশি তাদের অভিযোগ এই ঘটনার পেছনে আরও কোনো বড় মাথা থাকতে পারে তাদেরও যাতে শাস্তি হয় আইন যাতে সঠিক পথে চলে সেই নিয়ে তারা ঠাকুরপুকুর থানার সামনে বিক্ষোভ দেখালেন।