গঙ্গাজলঘাটির কেশিয়াড়া গ্রামে আগুনে ভস্মীভূত খড়ের পালুই

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের কেশিয়াড়া গ্রামে গতকাল রাতে খড়ের পালুইয়ে আগুন লাগে।চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আনুমানিক রাত্রি দশটা নাগাদ কেশিয়াড়া গ্রামে সিংহ পাড়ায় এক খড় পালুইয়ে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে গ্রামবাসীরা তড়িঘড়ি সামনের পুকুর থেকে জল এনে তা নেভানোর চেষ্টা করে।আগুন নিয়ন্ত্রণে না এলে পাম্প লাগিয়ে আগুন নেভানোর চেষ্টা করে গ্রামের যুবকরা। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন ও বাঁকুড়া দমকল বিভাগ থেকে।পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গঙ্গাজলঘাটি থানার পুলিস।