শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অতিবর্ষনে ভেঙে গেলো ঝুঝকা অঞ্চলে ধজা জোড়ের সেতু

News Sundarban.com :
জুন ১৮, ২০২১
news-image

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া – টানা দু’দিন ধরে অতিবর্ষনের কারনে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে ঝুঝকা অঞ্চলে ধজা জোড়ের ওপর সেতুটি ভেঙে গেলো। ফলে ঝাঁটিপাহাড়ী,জামথোলের বহু গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ সকালে তারা সেতুটি ভাঙা অবস্থায় দেখে।রাতে বা ভোরের দিকে সেতুটি ভেঙেছে বলে অনেকে মনে করছে।শুনুন গ্রামবাসীদের মুখ থেকে সেতু ভেঙে পড়াতে তাদের অসুবিধের কথা।

এদিকে বাঁকুড়ার দুই প্রধান নদী দারকেশ্বর ও গন্ধেশ্বরী নদীর দুকুল ছাপিয়ে জল বয়ে চলেছে।ফলে বহু গ্রামের যোগাযোগ ব্যাবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

দক্ষিণ বাঁকুড়ার শীলাবতী,কংসাবতী নদীতেও জলস্তার বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ার সেখানেও যোগাযোগ ব্যাবস্থা বিপর্যস্ত।

এদিকে বাঁকুড়া জেলা শহরে অনেক জায়গার বস্তি অঞ্চলে জল জমে গেছে।দমকল ও প্রশাসন জল বার করার কাজ করছে।