হাতিটির পা থেকে শিকল খুলে নেওয়া হল, ক্ষতস্থানে দেওয়া হল প্রয়োজনীয় ঔষধ

নিজস্ব সংবাদদাতা: বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের ডাকাইসিনি জঙ্গলের হাতিটির পা থেকে শিকল খুলে নেওয়া হল ৷ এবং ক্ষতস্থানে প্রয়োজনীয় ঔষধ এবং ইনজেকশন প্রয়োগ করা হলো ৷
উল্লেখ্য আজ সকালে হাতিটি বড়জোড়া সড়াগড়া জঙ্গলে প্রথম দেখতে পাওয়া যায় ৷ এবং পরে বনদপ্তর হুলা পার্টির সাহায্যে তাকে ডাকাইসিনি জঙ্গলে একটি ফাঁকা জায়গায় নিয়ে আসে ৷ এবং কড়া ডোজের ঘুমের ইনজেকশন প্রয়োগ করে হাতিটিকে সংজ্ঞাহীন করা হয় ৷ বেলা চারটে নাগাদ বনদপ্তরের অভিজ্ঞ দল হাতিটির পা থেকে শিকল খুলে নেয় ৷ এরপর পশু চিকিৎসকরা ক্ষতস্থান নিরীক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা করেন ৷ বনদপ্তর মনে করছে এরপর হাতিটি ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে ৷ ক্ষতস্থান শীঘ্রই নিরাময় হয়ে যাবে ৷
উল্লেখ করা যায় এক বছর পূর্ব মেদিনীপুরে বনদফতর হাতিটিকে অজ্ঞান করে শিকল দিয়ে ঘুম পাড়ানি ইনজেকশন দিয়ে পায়ে শিকল পরায় ৷ কিন্তু কোন কারণে হাতিটির শিকল ছেড়ে পালিয়ে যায় তারপর থেকে হাতিটি শিকল নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় দীর্ঘদিন ৷
লোহার শিকল হাতির পায়ে বয়ে যাওয়ায় এবং ঘর্ষণজনিত কারণে তা পায়ে ক্ষত সৃষ্টি করে ৷ এরপর প্রেস মিডিয়া হাতিটি সম্বন্ধে লেখালেখি করলে বনদপ্তর উঠে পড়ে বসে এবং শেষমেষ সিদ্ধান্ত নেয় আজকেই যেকোনোভাবে হাতিটির পা থেকে শিকল খুলে চিকিৎসা করা হবে ৷ সেই দিক থেকে তাদের আজকের অভিযান সফল বলা যায় ৷