শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

খুন না সাপের কামড়ে মৃত্যু, অজ্ঞাত পরিচয় দেহ ঘিরে চাঞ্চল্য

News Sundarban.com :
জুন ৮, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি: -খুন না সাপের কামড়ে মৃত্যু ?এক অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে ক্যানিং থানার অন্তর্গত তালদি মোহনচাঁদ হাইস্কুল সংলগ্ন মেলার মাঠ এলাকায়।

স্থানীয় সুত্রে জানাগেছে এদিন মেলার মাঠে কয়েকজন যুবক ফুটবল খেলা করছিল। তাদের বলটি মেলার মাঠ সংলগ্ন জলাভূমি এলাকায় পড়ে। বলটি আনতে গিয়ে তাদের নজরে পড়ে এক বছর পঞ্চান্ন বয়সের এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে।তারা ভয় পেয়ে পালিয়ে যায়। এমন খবর এলাকায় চাউর হতেই,খবর পায় এলাকার ভগিনী নিবেদিতা মহিলা সমিতির মহিলারা।তাদের কাছে খবর আসে এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে মেলার মাঠ সংলগ্ন এলাকায়।খবর পাওয়ায় তড়িঘড়ি মহিলা সমিতির সদস্যা অজ্ঞনা মণ্ডল ও রসিদা সরদার’রা ঘটনাস্থলে হাজির হয়। তাঁরা গিয়ে দেখতে পায় এক বছর পঞ্চান্ন বয়সের ব্যক্তির নিথর দেহ পড়ে রয়েছে।নাক,মুখ দিয়ে গ্যাঁজা উপচে পড়ছে। খবর যায় ক্যানিং থানার পুলিশের কাছে।

ঘটনাস্থলে গিয়ে ক্যানিং থানার পুলিশ ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। ঠিক কি কারণে এমন মৃত্যুর ঘটনা ঘটলো সে বিষয়ে মৃতদেহ টি ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। অন্যদিকে এটি খুন না সাপের কামড়ে মৃত্যু? সে নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে চাপান উতোর। এক পক্ষ বলছেন অন্য কোথাও থেকে খুন করে এনে এখানে ফেলে যেতে পারে দুষ্কৃতিরা। অপর পক্ষ অবশ্য এসব তথ্য মানতে নারাজ। তাদের দাবী সম্ভবত ওই অঞ্জাত পরিচয় ব্যক্তি মাঠে নেমে মল ত্যাগ করার সময় হয়তো বিষাক্ত সাপের কামড়ে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

তবে ঘটনা হালকা ভাবে নিতে রাজী নয় ক্যানিং থানার পুলিশ। সমস্ত সম্ভাব্য তথ্য উড়িয়ে দিয়ে ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত শুরু করে ওই অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তির ঠিকানা ও পরিচয় জানার চেষ্টা করছে ক্যানিং থানার পুলিশ।সাপের কামড়ে না খুন?পুলিশি তদন্তে উঠে আসবে আসল রহস্য।