মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগ্রাম সংঘ-এর পক্ষ থেকে ৫০০ পরিবারকে ত্রাণ বিতরণ

News Sundarban.com :
জুন ৭, ২০২১
news-image

নিজস্ব সংবাদদাতা: আজ 07-06-2021 সোমবার সংগ্রাম সংঘ-এর ব্যবস্থাপনায় শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম-এর ( বিবেকানন্দ পৈতৃক আবাস কেন্দ্র ) পুর্ন সহযোগীতায় কুয়েমুড়ি গ্রামের ইয়াস দুর্গত অসহায় 500 টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছে ।

রামকৃষ্ণ আশ্রম-এর পক্ষ থেকে (বিবেকানন্দ পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র ) উপস্থিত ছিলেন স্বামী সুধাংশু মহারাজ ও স্বামী স্বজন মহারাজ । এছাড়াও উপস্থিত ছিলেন সংগ্রাম সংঘ-এর সকল সদস্যবৃন্দ । উপস্থিত ছিলেন হেরম্ব গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সুকুমার হাতি ও অন্যান্ন বিশিষ্ট ব্যক্তিরা ।

উল্লেখ্য, যে রামকৃষ্ণ আশ্রম সরিষার সহযোগীতায় ও সংগ্রাম সংঘ-এর ব্যবস্থাপনায় গত 30-05-2021 থেকে 500 জনের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ।

এছাড়াও গত 02-06-2021 তারিখে রামকৃষ্ণ আশ্রম ( বিবেকানন্দের পৈতৃক আবাস ) কুইমুড়ির 200 জন মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছিল ।

সংগ্রাম সংঘ-এর পক্ষ থেকে নানান সহৃদয় ব্যক্তি ও স্থানীয় NGO -এর সহযোগীতায় প্রতিদিন শুকনো প্যাকেজ ত্রাণ বিতরণ করা হচ্ছে ।