পোস্তা বাজারে প্রথমদিন ৩০০ জনকে দেওয়া হল কোভিশিল্ডের প্রথম ডোজ

পোস্তা বাজারে শুরু হল কলকাতা কর্পোরেশনের ‘ভ্যাকসিনেশন অন হুইলস’ কর্মসূচি। উদ্বোধন করলেন কলকাতা কর্পোরেশনের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন মন্ত্রী শশী পাঁজা। প্রথমদিন মোট ৩০০ জনকে দেওয়া হল কোভিশিল্ডের প্রথম ডোজ।
পোস্তা বাজার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি এলাকা। যেখানে প্রত্যেক দিন প্রায় ২৫ হাজার মানুষের আসা-যাওয়া লেগে থাকে। সেখানকার মুটে, মজুর, দোকানদারদের পক্ষে কলকাতা কর্পোরেশনের পোর্টালে গিয়ে বা কো-উইন অ্যাপে গিয়ে, টিকা নেওয়ার জন্য নাম রেজিস্টার করা কার্যত অসম্ভব। সেই কথা মাথায় রেখেই কলকাতা কর্পোরেশনের নয়া উদ্য়োগ ‘ভ্যাকসিনেশন অন হুইলস’। টিকাকরণের সমস্ত সরঞ্জাম নিয়ে বৃহস্পতিবার সকালে একটি বাস পৌঁছে যায় বাজারে। সেখানে ৩০০ জনকে দেওয়া হয় করোনার টিকা। গোটা কর্মসূচির ব্যবস্থাপনা করে পোস্তা বাজার ব্যবসায়ী সমিতি। পরবর্তী সময়ে শহরের অন্যান্য বড় বাজারগুলোতেও চলবে এই ভ্যাকসিনেশন ড্রাইভ।