বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

 মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বাগুইআটি থানার পুলিশ

News Sundarban.com :
জুন ২, ২০২১
news-image

করোনাকালে কার্যত লকডাউন এর বিধি নিষেধ এর কড়াকড়ি। এই কড়াকড়িতে কাজ খুইয়ে অসহায় ভিন রাজ্যের পরিবার স্ত্রী এবং তিন ছেলেকে নিয়ে কেষ্টপুরের ঘোষপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকতেন প্রদীপ ঝাঁ ও তার পরিবার। গতকাল রাতে ভাড়া না দেওয়ার কারণে প্রদীপ ঝাঁ ও তার স্ত্রী এবং কোলের শিশুকে সহ পাঁচজনকে ঘর থেকে বের করে দেয়। এর পরেই তারা কেষ্টপুর বাসস্ট্যান্ডে রাত দুটো পর্যন্ত বসে থাকে।

বাগুইআটি থানার পুলিশ যখন টহল দিচ্ছিল তাদেরকে অসহায় অবস্থায় রেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ভাড়া না দেওয়ায় তাদেরকে ঘর থেকে বের করে দেয়া হয়েছে। এমনকি তাদের বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল।

এরপরেই পুলিশ মানবিকতার পরিচয় দিয়ে সেই পরিবারকে সেই ভাড়া বাড়িতে নিয়ে যায়। এবং বাড়ির মালিক কে হুঁশিয়ারি দিয়ে আসে এই মুহূর্তে কোন ভাবেই কাউকে ঘর থেকে বের করা যাবে না। এবং অবিলম্বে বিদ্যুৎ সংযোগ না করলে আইনানুগ ব্যবস্থা নেবে। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিবার তার ভাড়া বাড়িতে আশ্রয় পেল।