শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৮টি বেডের সেফহোম উদ্বোধন করলেন পার্থ চট্টোপাধ্যায়

News Sundarban.com :
মে ৩০, ২০২১
news-image

করোনা পরিস্থিতিতে জর্জরিত গোটা দেশ, অনেক মানুষ করোনা আক্রান্ত এবং অনেক মানুষের মৃত্যুও হয়েছে। আর এইসব কথা মাথায় রেখেই এগিয়ে এলো বেহালার নাটোর কলোনি অঞ্চলের মহামায়া স্পোটিং ক্লাব।

৮টি বেডের সেফহোম তৈরি করল তারা এবং এই সেফ হোমটি উদ্বোধন করলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার সঙ্গে ছিলেন সাংসদ মালা রায়। এখানে এসে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা সাধারন মানুষের জন্য চারিদিকে সেফ হোম তৈরী করেছি এবং অনেক জায়গায় অক্সিজেন পার্লার তৈরি করেছি।

সেরকমই এই মহামায়া স্পোর্টিং ক্লাবে আমরা ৮টি বেডের সেফ হোম তৈরি করলাম এখানে ২৪ ঘন্টা দুজন নার্স এবং একটি ডাক্তার থাকবে। এছাড়াও এই সেফ হোম ৮টি বেড নিয়ে শুরু হলেও পরবর্তীকালে আরো ৭টি বেড মানে মোট ১৫টি বেডের সেফ হোম করার পরিকল্পনা রয়েছে।