শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘কান্তে বিশ্বের সেরা মিডফিল্ডার’

News Sundarban.com :
মে ৩০, ২০২১
news-image

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জেতার পেছনে অনেক বড় অবদান এনগোলো কান্তের। দলটির মাঝমাঠের ম্যাজিশিয়ান বলা হয় তাকেই।

শনিবার রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও এর ব্যতিক্রম হয়নি। ফাইনালে মঞ্চে পুরো মাঠেই ছিল তার দাপট। তাতে মর্যাদার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির সঙ্গে ম্যাচসেরার মুকুটও পান এই ফরাসি তারকা।

অল্প সময়ে অনেক অর্জন জমা পড়ল তার ঝুলিতে। দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপ, ২০১৬ সালে লিস্টার সিটিতে থাকাকালে জেতেন প্রিমিয়ার লিগ, এরপর চেলসিতে এসে তার পরের বছর জেতেন আরেকটা প্রিমিয়ার লিগ। ২০১৮-১৯ মৌসুমে একই ক্লাবের হয়ে ইউরোপা লিগও জেতেন কান্তে। সেইসঙ্গে এফএ কাপও উঁচিয়ে ধরেন।

এতসব অর্জনের সঙ্গে সর্বশেষ চ্যম্পিয়ন্স লিগটা যোগ হওয়ায় আরও ভারী হলো এই তারকার ফুটবল ক্যারিয়ার। তাই তো ম্যাচের পর চেলসির অধিনায়ক আজপিলিকুয়েতা কান্তেকে বসিয়েছেন বিশ্বের সেরা মিডফিল্ডারের চেয়ারে, ‘আমি কোনো দ্বিধা ছাড়াই বলতে পারি, কান্তে বিশ্বের সেরা মিডফিল্ডার। সে চাইলে সবই পারে। আমার জানা নেই,  শনিবার কতগুলো বল সে রিকভার করেছে। এই অর্জন তার জন্য স্পেশাল। যখন সে থাকে না, তাকে খুব মিস করি আমরা। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরও সে খুবই অমায়িক একজন ব্যক্তিত্ব। আমরা খুবই খুশি তাকে পেয়ে। সে দলের গুরুত্বপূর্ণ একটা অংশ। আমার বিশ্বাস তাকে আমরা আরও লম্বা সময় পাব।’

কন্তে বললেন ভাগ্য তার পাশে ছিল, ‘আমরা আসলেই ভাগ্যবান এমন সময়ে ফুটবল খেলতে পারছি। সৃষ্টিকর্তার আশীর্বাদ ছিল। আর এমন প্রাপ্তি আসলেই গৌরবের।’