শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মথুরাপুরে ৫০ শয্যার সেফ হোমের উদ্বোধন শুভাশিস চক্রবর্তীর

News Sundarban.com :
মে ২৯, ২০২১
news-image

তরুণ মন্ডল, মথুরাপুর :

করোনা সংক্রমণ পরিস্থিতির কথা মাথায় রেখে শনিবার রায়দিঘির বিধায়ক ডা: অলক জলদাতার উদ্যোগে মথুরাপুর ১ নম্বর ব্লকের কর্মতীর্থ বিল্ডিংয়ে উদ্বোধন করা হল ৫০ শয্যার কোভিড সেফ হোম। এর আনুষ্ঠানিক উদ্বোধন করে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী বলেন, করোনা সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে।

করোনা আক্রান্ত রোগীদের ছন্দে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। সেই কথা ভেবে এলাকার কোভিড আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এখানে ৫০ শয্যার সেফ হোম চালু করা হল। এখানে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন বসানো হয়েছে। প্রয়োজনীয় ওষুধপত্র যাবতীয় ব্যবস্থা থাকছে। করোনা পজিটিভদের এখানে নিয়ে আসা হবে। সর্বদা চিকিৎসক, অক্সিজেনের ব্যবস্থা থাকবে।তাদের আর হাসপাতালে যেতে হবে না।

উপস্থিত ছিলেন, রায়দিঘির বিধায়ক ডা: অলক জলদাতা, মন্দিরবাজার এর বিধায়ক জয়দেব হালদার, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ, জেলা পরিষদ সদস্য, নির্মল মজুমদার, মানবেন্দ্র হালদার, মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি বাপি হালদার প্রমুখ।

আরও দেখুন