শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রেসিডেন্সি সংশোধানাগারে অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়

News Sundarban.com :
মে ১৮, ২০২১
news-image

নারদা মামলায় আইনি লড়াই অব্যাহত। তৃণমূলের তরফের যখন সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় চলছে বলে খবর, তখন জামিন রায়ে স্থগিতাদেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন অভিযুক্তেরা। ধৃত ৪ নেতার বক্তব্য, তাঁদের বাদ দিয়ে কার্যত একতরফাভাবে মামলাটির শুনানি হয়েছে। সেকারণেই রায় পুনর্বিবেচনার আবেদন করা হচ্ছে। স্পিকারকে না জানিয়েই চার্জশিট পেশ করেছে সিবিআই, হাইকোর্টে একথা জানানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলও।

নারদা মামলায় নিম্ন আদালতের জামিন রায়ে স্থগিতাদেশ হাইকোর্টের। সোমবার রাতে পুলিসি প্রহরায় ফিরহাদ হাকিম , সুব্রত মখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টাপাধ্যায়কে আনা হয় প্রেসিডেন্সি সংশোধানাগারে।

জেলযাত্রার সময়ে কান্নায় ভেঙে পড়েন ফিরহাদ। ‘কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না’, বিজেপিকে নিশানা করেন তিনি। এদিকে আবার কাকভোরে প্রেসিডেন্সি সংশোধানাগারে অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। দু’জনেই এখন ভর্তি এসএসকেএম-র উডবার্ন ওয়ার্ডে।