বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডের ভিত্তিতে জামিনের আবেদন মঞ্জুর করে আদালত

News Sundarban.com :
মে ১৭, ২০২১
news-image

নারদ মামলার তদন্ত সূত্রে রাষ্ট্রপতির অনুমতিতে তৃণমূল মন্ত্রী ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখার্জি ও শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে এসে অ্যারেস্ট মেমোতে স্বাক্ষর করানো হয়।

৫ জনের বিরুদ্ধে চার্জশিট সহ ৪ জনকে ভার্চুয়ালি ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। সিবিআইয়ের আবেদন খারিজ করা হয় আদালতে। সিবিআই বিশেষ আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায়ের কাছে, সিবিআইয়ের আইনজীবীর পক্ষ থেকে ধৃত চারজনের বিরুদ্ধে ১৪ দিনের হেফাজতের আবেদন জানানো হয় আদালতে। তৃণমূলের আইনজীবী এবং সিবিআইয়ের আইনজীবীর জিজ্ঞাসাবাদের পর, সিবিআই বিশেষ আদালতের পক্ষ থেকে জেল হেফাজতের আর্জি খারিজ করে দেওয়া হয়।

সিবিআইয়ের আবেদন খারিজ করে নারদ মামলায় ধৃত ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন মঞ্জুর করা হয়। ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডের ভিত্তিতে জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।