বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চলতি মাসেই সিদ্ধান্ত, কে হবেন সেন্ট্রাল ব্য়ুর অফ ইনভেস্টিকেশন এর ডিরেক্টর

News Sundarban.com :
মে ১৩, ২০২১
news-image

কে হবেন সেন্ট্রাল ব্য়ুর অফ ইনভেস্টিকেশন (CBI)-এর পরবর্তী ডিরেক্টর? সূত্রের খবর, চলতি মাসেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রের একটি শীর্ষ কমিটি। যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এছাড়া কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice of India) এনভি রামানা (NV Raman) এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhary)।জানা গিয়েছে, ২৪ মে বৈঠকে বসবে ওই কমিটি।  ১৯৮৪, ১৯৮৫ এবং ১৯৮৬ ব্য়াচের আইপিএস অফিসারদের (IPS officer) মধ্য়ে থেকেই নির্বাচিত হবে পরবর্তী সিবিআই প্রধান। দৌঁড়ে এগিয়ে রাকেশ আস্থানা, ওয়াইসি মোদী এবং সুবোধ জয়সওয়াল।

১৯৮৪ ব্য়াচের আইপিএস অফিসার রাকেশ আস্থানা বর্তমানে বিএসএফ (BSF)-র ডিজি। একই ব্য়াচের আইপিএস ওয়াইসি মোদী বর্তমানে এনআইএ (NIA)-র প্রধান। ১৯৮৫ ব্যাচের আইপিএস সুবোধ জয়সওয়াল বর্তমানে সিআইএসএফের ডিজি (DG CISF)।

এছাড়া তালিকায় নাম রয়েছে ১৯৮৫ ব্য়াচের আইপিএস এস এস দেশওয়ালের। যিনি বর্তমানে আইটিবিপি (ITBP)-র প্রধান। দৌঁড়ে রয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের ডিজি এইচ সি আওয়াস্থিও।বর্তমানে সিবিআই প্রধান ১৯৮৮-র গুজরাট ব্য়াচের আইপিএস অফিসার (IPS officer) প্রবীণ সিনহা। গত ফেব্রুয়ারি মাসে ঋষিকুমার শুক্লার মেয়াদ শেষ হওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে কাজ করছেন তিনি।

২০১৯ থেকে ২০২১ পর্যন্ত সিবিআই-এর ডিরেক্টর ছিলেন ঋষিকুমার শুক্লা। তাঁরও আগে সিবিআই ডিরেক্টর ছিলেন অলোক ভার্মা (Alok Verma)। -zee24

আরও দেখুন