শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৭০০ টন অক্সিজেন সরবরাহ থাকলে অক্সিজেনের অভাবে মরতে দেবে না দিল্লির মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
মে ৬, ২০২১
news-image

দিল্লিতে প্রতিদিন কেন্দ্র থেকে ৭০০ টন অক্সিজেন সরবরাহ থাকলে আর কাউকে অক্সিজেনের অভাবে মরতে দেবে না কেজরিওয়াল প্রশাসন। আজ বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই আশ্বাস দেন ।

আজ এক সংবাদ ব্রিফিংয়ে কেজরিওয়াল বলেন, ‘আমরা যদি অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ পাই, তাহলে ৯ হাজার থেকে সাড়ে ৯ হাজার শয্যা তৈরি রাখতে পারব। শয্যার পাশে অক্সিজেন সেবা দিতে পারব। আমি আশ্বস্ত করছি, এটি হলে দিল্লিতে কেউ অক্সিজেনের অভাবে মরবে না।’

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে চিকিৎসার স্বার্থে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে না পারায় কেন্দ্রীয় সরকার ব্যাপক সমালোচনার মুখে আছে। ইতিমধ্যে অনেক হাসপাতালে অক্সিজেন ঘাটতির কারণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

 

আরও দেখুন