৭০০ টন অক্সিজেন সরবরাহ থাকলে অক্সিজেনের অভাবে মরতে দেবে না দিল্লির মুখ্যমন্ত্রী

দিল্লিতে প্রতিদিন কেন্দ্র থেকে ৭০০ টন অক্সিজেন সরবরাহ থাকলে আর কাউকে অক্সিজেনের অভাবে মরতে দেবে না কেজরিওয়াল প্রশাসন। আজ বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই আশ্বাস দেন ।
আজ এক সংবাদ ব্রিফিংয়ে কেজরিওয়াল বলেন, ‘আমরা যদি অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ পাই, তাহলে ৯ হাজার থেকে সাড়ে ৯ হাজার শয্যা তৈরি রাখতে পারব। শয্যার পাশে অক্সিজেন সেবা দিতে পারব। আমি আশ্বস্ত করছি, এটি হলে দিল্লিতে কেউ অক্সিজেনের অভাবে মরবে না।’
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে চিকিৎসার স্বার্থে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে না পারায় কেন্দ্রীয় সরকার ব্যাপক সমালোচনার মুখে আছে। ইতিমধ্যে অনেক হাসপাতালে অক্সিজেন ঘাটতির কারণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।