বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বলিউডের তারকাদের ক্রান্তিকালে বিলাস ভ্রমণ, একহাত নিয়েছেন নওয়াজুদ্দিন

News Sundarban.com :
এপ্রিল ২৫, ২০২১
news-image

মহামারিকালে ভয়ংকর সংকটের ভেতর দিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারত। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে ‘হ্যাশট্যাগ ইন্ডিয়া নিডস অক্সিজেন’। ভারতের হাসপাতালগুলোতে একদিকে অক্সিজেনের অভাবে হাহাকার, অন্যদিকে খালি নেই বেড। এত লাশ যে শ্মশানেও দাহ করার জন্য দুই দিন পর্যন্ত লাইন ধরে অপেক্ষা করতে হচ্ছে স্বজনদের। চিতা জ্বালানোর জন্য নেই পর্যাপ্ত কাঠও। এই যখন একদিকের চিত্র, তখন অসংখ্য বলিউড তারকাদের ইনস্টাগ্রামে সয়লাব শ্রীলঙ্কা ভ্রমণের ছবি দিয়ে। এটা কিছুতেই মেনে নিতে পারছেন না আরেক বলিউড তারকা নওয়াজুদ্দিন সিদ্দিকী। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, একহাত নিয়েছেন ক্রান্তিকালে বিলাস ভ্রমণকারীদের। অবশ্য নওয়াজুদ্দিনের বক্তব্য নিয়েও চলছে সমালোচনা।

মালদ্বীপে শ্রদ্ধা কাপুর

‘মান্টো’, ‘মানঝি: দ্য মাউন্টেইন ম্যান’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ও বাংলাদেশের ‘নো ল্যান্ডস ম্যান’খ্যাত নওয়াজ বলেন, ‘বিশ্ব মহামারির সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত, আর পেরে উঠছে না। ভয়ংকর ক্রান্তিকালের ভেতর দিয়ে যাচ্ছে। আর কিছু বিনোদন তারকাদের ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করার ধুম পড়ে গেছে। মানুষের দুমুঠো ভাত খাওয়ার টাকা নেই। আর তাঁরা দুহাতে টাকা উড়িয়ে যাচ্ছেন।’

ভ্রমণের জন্য মালদ্বীপ পর্যটকদের আমন্ত্রণ না জানালে বলিউড তারকাদের যে কী হতো! মহামারিকালের বন্দিদশা থেকে মুক্ত হতে একের পর এক তারকারা উড়াল দিচ্ছেন মালদ্বীপের উদ্দেশে। সেই তালিকার শেষ সংযোজন আলিয়া ভাট ও রণবীর কাপুর। টাইগার শ্রফ আর দিশা পাটানি জুটিও সেখানে। আরও রয়েছেন মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, সারা আলী খানসহ অনেকে। দিয়া মির্জা, তারা সুতারিয়া, দক্ষিণ ভারতীয় তারকা কাজলসহ আরও অনেকে ঘুরে চলে এসেছেন।

এয়ারপোর্টে রণবীর আলিয়া

এখানেই ছেড়ে দেননি এই গুণী অভিনেতা। আরও বলেছেন, ‘অবশ্য ওরা ছবি পোস্ট করবে না তো কী করবে! অভিনয় নিয়ে কথা বলবে? দুই মিনিটও পারবে না। এরা মালদ্বীপকে তামাশা বানিয়ে রেখেছে। চারপাশে মানুষের আর্তনাদ, এর ভেতর তাদের মালদ্বীপ ভ্রমণের ছবি যেন উপহাস করছে আর সবকিছুকে। এত মালদ্বীপ ঘুরে বেড়াতে ইচ্ছা, বেড়ান। কিন্তু সমুদ্রপাড়ে হাসিমুখের ছবি পোস্ট করবেন না। এই সময়ে এগুলো দেখানোর কী আছে? হৃদয়বান আর মানবিক হোন। আপনাদের লজ্জা হওয়া উচিত।’

নওয়াজুদ্দিন সিদ্দিকী

অনেকে আবার উল্টো নওয়াজের সমালোচনা করে বলছেন, এই সব ছবি দেখতে তাঁদের ভালোই লাগছে। এগুলো দেখেই সময় পার করছেন তাঁরা।

নওয়াজের এই বক্তব্য শেয়ার করে লিখেছেন, ‘করোনায় সবাই ভুগছে। ওই বলিউড তারকারা ভুগছে না আপনাকে কে বলল?

সমুদ্রের ধারে সুইমিং সুটে ঘুরেও বেড়িয়েছেন ক্যাটরিনা

আমরা বাড়িতে বসে আছি, কারণ আমরা বাইরে যেতে পারছি না। ঘরে বসে তাঁদের মালদ্বীপ ভ্রমণের ছবি দেখছি। কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি। চারপাশে কেবল করোনা, করোনা আর করোনা। তাঁরা যদি দুঃসময় থেকে দূরে গিয়ে সময়টা আনন্দে কাটায়, সেখানে আপনার সমস্যাটা কোথায়?’ আরেকজন টুইটারে রীতিমতো ব্যক্তিগত আক্রমণ করে লিখেছে, ‘আপনার টাকা নেই, যেতে পারছেন না। তাই দুঃখ হচ্ছে?’ হ্যাশট্যাগে আবার নওয়াজের বক্তব্য জুড়ে দিয়েছে ‘কুছ তো শরম কারো।’