বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাজিলে তরুণদের মৃত্যুর হার হাজার শতাংশের বেশি

News Sundarban.com :
এপ্রিল ২৪, ২০২১
news-image

ব্রাজিলে তরুণদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের হার বাড়ছে। চলতি বছর দেশটিতে তরুণদের মৃত্যুর সংখ্যাও বেশ বেড়েছে। দেশটির সরকারি বায়োমেডিকেল ইনস্টিটিউট ফিউক্রোজ গতকাল শুক্রবার এ–সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে।
বার্তা সংস্থা রয়টার্স ওই প্রতিবেদনের বরাত দিয়ে জানায়, চলতি বছরের শুরু থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২০ থেকে ২৯ বছর বয়সী তরুণের সংখ্যা আগের বছরের চেয়ে ১ হাজার শতাংশের বেশি। আর ৩০ থেকে ৩৯ বছর বয়সীদের মৃত্যুর হার বেড়েছে ৮১৯ শতাংশ। ৪০-৪৯ বছর বয়সীদের মধ্যে এ হার বেড়েছে ৯৩৩ শতাংশ।
খুবই ধীরগতিতে টিকা কর্মসূচি, দেশজুড়ে সামঞ্জস্যহীন বিধিনিষেধ ও ভাইরাসের অতি সংক্রামক নতুন ধরন—এসব কারণে এ বছর ব্রাজিলে জেঁকে বসেছে করোনা।
ফিউক্রজ জানায়, তরুণদের মৃত্যুর হার বাড়ার পেছনে সম্ভাব্য কারণ ঢিলেঢালা বিধিনিষেধ অথবা অবসন্নতা থেকে হতে পারে। এ ছাড়া জীবিকার সন্ধান, গভীর অর্থনৈতিক সংকট ও বেকারত্বের হারও আরেকটি কারণ হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়।