জাপান করোনাভাইরাস মোকাবিলায় তৃতীয় দফায় জরুরি অবস্থার পথে হাঁটছে

এবারের জরুরি অবস্থা রাজধানী টোকিও ছাড়াও ওসাকা, কিওতো ও হিওগো জেলায় কার্যকর হবে। আগামী রোববার শুরু হয়ে ১১ মে পর্যন্ত তা বলবৎ থাকবে। সাম্প্রতিক সময়ে দেশের প্রধান কয়েকটি নগরকেন্দ্র থেকে নতুন ধরনের করোনাভাইরাস ছড়ানোয় নাগরিকদের যতটা সম্ভব ঘরের বাইরে বের হওয়া ঠেকাতে এই পদক্ষেপ নিচ্ছে সরকার। বিশেষ করে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে টানা কয়েক দিন ধরে চলা ছুটির সময় নাগরিকদের সামাজিক যোগাযোগ যতটা সম্ভব সীমিত রাখার চেষ্টা চলছে। এ জন্য পানশালা, রেস্তোরাঁ, কারাওকে বার ও পাচিঙ্কো পার্লারের মতো বিনোদনমূলক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে। এই নির্দেশনা না মানলে এসব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হবে।