বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারের কাছে করোনার টিকা প্রতি ৪০০ রুপিতে ও হাসপাতালগুলোকে ৬০০ রুপি বিক্রি করবে সেরাম

News Sundarban.com :
এপ্রিল ২১, ২০২১
news-image

ভারতের রাজ্য সরকারগুলোর কাছে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকা কোভিশিল্ডের প্রতি ডোজ ৪০০ রুপিতে বিক্রি করবে সেরাম ইনস্টিটিউট। একই সঙ্গে দেশটিতে বেসরকারি হাসপাতালগুলোও সেরামের কাছ থেকে করোনার এ টিকা কিনতে পারবে। এ জন্য বেসরকারি পর্যায়ে প্রতি ডোজ টিকার দাম ৬০০ রুপি নির্ধারণ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার স্থানীয় উৎপাদনকারী ভারতের সেরাম ইনস্টিটিউট। বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সেরাম ইনস্টিটিউট জানিয়েছে, ভারতের রাজ্য সরকারগুলো সেরামের কাছ থেকে প্রতি ডোজ ৪০০ রুপিতে (৫ দশমিক ৩০ ডলার) টিকা কিনতে পারবে। আর বেসরকারি হাসপাতালগুলোকে প্রতি ডোজ টিকা কিনতে ৬০০ রুপি গুনতে হবে।