শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৫০ হাজার টিকার চুক্তি নিশ্চিত করতে নিজের স্বাক্ষরযুক্ত তিনটি সোয়েটার পাঠিয়েছেন মেসিও

News Sundarban.com :
এপ্রিল ১৫, ২০২১
news-image

এ বছরের কোপা আমেরিকা নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে। দক্ষিণ আমেরিকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল না কখনোই। গত কিছুদিনে সৃষ্টি হয়েছে শঙ্কা জাগানো পরিস্থিতি। এর মধ্যেই কোপা আমেরিকা আয়োজন করতে চাইছে কর্তৃপক্ষ, তা–ও আবার দুটি ভিন্ন দেশে, অনেকের কাছেই এ পরিকল্পনাকে মনে হচ্ছে উচ্চাভিলাষী। এ নিয়ে প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীনও হতে হচ্ছে আয়োজকদের।

এর মধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। কোপা আমেরিকার সময়টায় করোনাভাইরাস নিয়ে দুশ্চিন্তা করতে চায় না আয়োজক কমিটি। এ কারণে দক্ষিণ আমেরিকায় খেলছেন এমন ফুটবলারদের টিকা দেওয়ার উচ্চাভিলাষী এক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চীনের সিনোভ্যাকের কাছ থেকে টিকা নেওয়ার চুক্তি করা হয়েছে। সে চুক্তি পাকা করায় ভূমিকা রেখেছেন মেসিও। ৫০ হাজার টিকার এ চুক্তি নিশ্চিত করতে নিজের স্বাক্ষরযুক্ত তিনটি সোয়েটার পাঠিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড।