বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নববর্ষে কলকাতার রাজপথে মঙ্গল শোভাযাত্রা

News Sundarban.com :
এপ্রিল ১৫, ২০২১
news-image

কাগজের হাতি, ঘোড়া, প্যাঁচা, ময়ূর, বাঘ, সিংহ। নানা মুখোশ, পটচিত্র, পাখা, কুলোর সমাহার। রাস্তায় ছিল নানা আলপনা। বাংলা নতুন বছরের প্রথম দিনটি উদ্‌যাপনে শিশুরাও আজ বৃহস্পতিবার পথে নামল। গাইল গান। চলল কবিতা আবৃত্তিও।

কলকাতার রাজপথে এই মঙ্গল শোভাযাত্রায় আজ উপস্থিতি ছিল বেশ কম। কারণ, করোনার ঊর্ধ্বগতি।

কলকাতার মঙ্গল শোভাযাত্রায় চলছে নৃত্য

কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে আজ উদ্‌যাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪২৮। তবে করোনার কারণে এবার নববর্ষ উদ্‌যাপনের সেই জৌলুশ নেই। কিছু কিছু সংগঠন ঘরোয়াভাবে দিনটি উদ্‌যাপন করছে। কেউ আবার ভার্চুয়ালে আয়োজন করেছে নববর্ষের অনুষ্ঠান।

 সকালে কলকাতার মানিকতলার খালধারে ভাষা ও চেতনা সমিতির পাঠশালায় করোনার বিধি মেনে আয়োজন করে নববর্ষের অনুষ্ঠানের। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।

বাংলা নতুন বছরের প্রথম দিনে কলকাতার রাজপথে আলপনা

এ বছরও দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগান থেকে শুরু হয় এই মঙ্গল শোভাযাত্রা। শেষ হয় সুকান্ত সেতুতে। এবার যৌথভাবে এই শোভাযাত্রার আয়োজন করেছে ‘মঙ্গল শোভাযাত্রা কলকাতা’ ও ‘মঙ্গল শোভাযাত্রা পশ্চিমবঙ্গ’ কমিটি।

আরও দেখুন