মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুম্বাই ইন্ডিয়ানসের সামনে সব তালগোল পাকিয়ে ফেলে কলকাতা নাইট রাইডার্স

News Sundarban.com :
এপ্রিল ১৪, ২০২১
news-image

মুম্বাই ইন্ডিয়ানসকে সামনে পেলেই কি তবে সব তালগোল পাকিয়ে ফেলে কলকাতা নাইট রাইডার্স? এখন সেটা মনে হতেই পারে, পরিসংখ্যানও সেই সাক্ষ্যই দিচ্ছে। আইপিএলে এখন পর্যন্ত মুম্বাইয়ের বিপক্ষে ২৮টি ম্যাচ খেলেছে কলকাতা। জিতেছে মাত্র ৬টি, হার বাকি ২২ ম্যাচে!

এমনিতেই খেলাটা টি-টোয়েন্টি, তার ওপর কাগজে-কলমে শক্তিতেও দুই দলের মধ্যে কখনোই খুব বিশাল ব্যবধান ছিল না বা নেই। এরপরও মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান যখন এমন একতরফা, তখন প্রশ্ন জাগতেই পারে, ব্যাপারটা মানসিক নয় তো?

বিশেষ করে গত রাতের ম্যাচটার পর তো এই প্রশ্ন আরও বেশি করে উঠতে বাধ্য। এমন অবস্থানে ছিল কলকাতা, যেখান থেকে টি-টোয়েন্টিতে জয় ছাড়া অন্য কিছু ভাবা রীতিমতো ফৌজদারি অপরাধ হতে পারে, সেই ম্যাচ তারা হেরে এসেছে ১০ রানে!

ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।

হারের দায়টা ব্যাট হাতে তান্ডব তোলার জন্য খ্যাতি পাওয়া কলকাতার দুই ব্যাটসম্যান আন্দ্রে রাসেল আর দীনেশ কার্তিকের ওপর দিচ্ছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।