শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চম দফা ভোটের আগে শোকজ অনুব্রত

News Sundarban.com :
এপ্রিল ১৩, ২০২১
news-image

ভোট এলেই খবরের শিরোনাম চলে আসেন অনুব্রত মণ্ডল। কখনও ‘চড়াম-চড়াম’, তো কখনও আবার ‘গুড়-বাতাস’।  বিরোধীরা বলেন, ভোটের সময়ে এইসব কথা বলে তিনি নাকি আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করেন! বীরভূমে তৃণমূলের জেলা সভাপতিকে এর আগেও নজরবন্দি করে রেখেছিল কমিশন। রাজ্যের পঞ্চম দফা ভোটের আগে এবার শোকজ করা হল অনুব্রতকে। কেন? একুশের ভোটে বাংলার জয়ের লক্ষ্য়ে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে বিজেপি।

প্রচারে ঘন ঘন রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডার (JP Nadda) মতোর দলের সর্বভারতীয় নেতারা।

এমনকী, বাদ যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Modi)। বীরভূমেও প্রভাব বেড়েছে গেরুয়াশিবিরের। ভোটের আগে পাল্টা নিদান হেঁকেছেন অনুব্রত। এবার তাঁর স্লোগান, ‘বিজেপিকে ঠেঙিয়ে পগার পার’।