শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ধোনির পথ দেখানো উচিত সতীর্থদেরঃ গাভাস্কার

News Sundarban.com :
এপ্রিল ১২, ২০২১
news-image

মহেন্দ্র সিং ধোনি আর চেন্নাই সুপার কিংস যেন একই সুতোয় গাঁথা। ধোনি যেবার ফর্মে থাকেন, চেন্নাইকে আটকানোর সাধ্য থাকে না কারও।

ধোনির ফর্ম পড়ে গেলে ভোগে চেন্নাইও। যার সবচেয়ে বড় উদাহরণ গত মৌসুমে। সেবার ব্যাট হাতে ধোনি ছিলেন একেবারেই অচেনা। দলের প্রয়োজনে বছরের পর বছর ধরে যাঁর ব্যাট সর্বগ্রাসী, গতবার সেই আগ্রাসনের ছিটেফোঁটাও দেখা যায়নি।

সে কারণেই ভুগেছে চেন্নাই। ইতিহাসে প্রথমবারের মতো প্লে-অফের আগেই বাদ পড়েছিল দলটা। গতবার যেখান থেকে শেষ করেছিল, এবার যেন সেখান থেকেই শুরু করেছে চেন্নাই। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে সাত উইকেটে।

 

 

গাভাস্কারের মতে, ধোনিকে আরও ওপরে ব্যাট করতে হবে। সেদিন সাত নম্বরে নেমেছিলেন চেন্নাই অধিনায়ক। হয়তো ভেবেছিলেন, আদর্শ ফিনিশারের মতো ইনিংসের শেষ দিকে টপাটপ কিছু রান তুলে দলকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবেন। কিন্তু সে গুড়ে বালি। ২০১৫ সালের পর প্রথমবারের মতো খালি হাতে প্যাভিলিয়নে ফিরেছেন ধোনি। ধোনির কাজ পরে করতে হয় ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেনকে।

ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।

 

 

গাভাস্কার মনে করেন নিজের ব্যাটিং অর্ডার নিয়েও চিন্তা করা উচিত ধোনির, ‘শুধু কারেন নয়, ধোনির নিজেরও উচিত আরও আগে ব্যাট করতে নামা। কারণ, আগে নামলে সে খেলার গতিপথ নিয়ন্ত্রণ করতে পারবে। আজ সে দুই বল খেলেই আউট হয়ে গেছে। আমার মনে হয়, ওর পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে নামা উচিত। পথ দেখানো উচিত সতীর্থদের।’

ধোনি কি আগামী ম্যাচ থেকে সতীর্থদের সেই ‘পথ’ দেখাতে পারবেন?