ক্রিস লিনের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে রানআউট রোহিত

চেন্নাইয়ের ধীরগতির উইকেটে মুম্বাই ইন্ডিয়ানস শুরুটা দেখেশুনে করেছিল। অধিনায়ক রোহিত শর্মা উইকেটে সেট হওয়ার চেষ্টায় ছিলেন। তখনই ঝামেলা! ওপেনিংয়ে রোহিতের সঙ্গী ক্রিস লিনের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে রানআউট রোহিত!
শেষ বল পর্যন্ত উত্তেজনা ছড়ানো ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে কাল ২ উইকেটের হার দিয়ে শুরু হয়েছে রোহিতের মুম্বাইয়ের এবারের আইপিএল। টুর্নামেন্টের প্রথম দিনটা রোহিতের ভুলে যাওয়ার মতো কেটেছে। গত দুবারের শিরোপাজয়ী মুম্বাই হেরেছে, রোহিত নিজে রান পাননি। হঠাৎ রানআউট হওয়ায় তাঁর ইনিংস থেমেছে ১৫ বলে ১৯ রান করার পর।
যাঁর কারণে রানআউট হয়েছেন, সেই ক্রিস লিন অবশ্য ৩৫ বলে ৪৯ রান করে মুম্বাইয়ের ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু রোহিত তাঁর ভুলে আউট হয়েছেন, এই অপরাধে কি শাস্তি পেতে যাচ্ছেন লিন? অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মজা করে তা-ই বললেন। তাঁর কথা, অধিনায়ককে রানআউট করায় এবারের আইপিএলে প্রথম ম্যাচেই হয়তো নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন তিনি!