শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশের মধ্যে মহিলাদের জন্য সব থেকে নিরাপদ রাজ্য পশ্চিমবঙ্গ:জয়া বচ্চন

News Sundarban.com :
এপ্রিল ৬, ২০২১
news-image

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে নেমেছিলেন অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন। গতকাল সোমবার বিকেলে কলকাতার টালিগঞ্জে আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বিশ্বাসের পক্ষে একটি রোড শোতে অংশ নেন তিনি। এর আগে তৃণমূলের রাজ্য দপ্তরে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে রাজ্যসভার সদস্য, সমাজবাদী পার্টির সাংসদ জয়া বলেন, ‘আমি ছবি করতে আসিনি। এসেছি বাংলার গণতন্ত্র রক্ষার আন্দোলনের প্রধান যোদ্ধা ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিতে।’

তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পক্ষে নির্বাচনী প্রচারে জয়া বচ্চন

সংবাদ সম্মেলনে জয়া বলেন, ‘আমার নাম জয়া বচ্চন। তার আগে আমার নাম জয়া ভাদুড়ি ছিল। আমার বাবার নাম তরুণ কুমার ভাদুড়ি। আমরা প্রবাসী বাঙালি, কিন্তু বাঙালি। এখানে অভিনয় করতে আসিনি।’ বক্তব্যের একপর্যায়ে বাঙালি আবেগ উসকে দিয়ে তিনি বলেন, ‘বাঙালিদের ভয় দেখিয়ে কেউ সাফল্য পায়নি। এটা আপনাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে।’

উত্তর প্রদেশের সমাজবাদী দলের সাংসদ জয়া বচ্চন নারীর নিরাপত্তা প্রসঙ্গেও তৃণমূল কংগ্রেসের সরকারের প্রশংসা করে বলেন, ‘দেশের মধ্যে মহিলাদের জন্য সব থেকে নিরাপদ রাজ্য পশ্চিমবঙ্গ। এটা নিয়ে বেশি কিছু বলার নেই।’
 তৃণমূলের নির্বাচনী প্রচারে অংশ নিতে গত রোববার কলকাতায় এসে পৌঁছান জয়া বচ্চন।

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে ধন্যবাদ জানিয়ে জয়া বচ্চন বলেন, ‘আমাদের পার্টির নেতা অখিলেশজি আমাকে জানালেন মমতাজিকে আমরা সমর্থন করছি, আমাদের পক্ষ থেকে আপনি গিয়ে সেই বার্তা জানাবেন। খুব ভালো লাগল। কেননা, কাজটি তিনি আমাকে দিলেন।’ তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষার জন্য একা একজন মহিলা লড়ছেন, সেই মমতাজির পাশে এসে দাঁড়ানোর দায়িত্ব পেয়ে আমার খুব ভালো লেগেছে। গর্বিত বোধ করেছি এই দায়িত্ব পেয়ে। তাঁর মাথা, পা ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু সিংহহৃদয় এ মহিলার, লড়াই করার ক্ষমতায় একবিন্দু চিড় ধরাতে পারেনি।’

জয়ার মাথায় ছিল সমাজবাদী পার্টির ‘লাল টুপি’

 বিরোধীদের উদ্দেশে ‍মৃদু কটাক্ষ করে বলেন, ‘মমতাকে যাঁরা পছন্দ করেন না, তাঁদের বলব, লজ্জা লজ্জা!