মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘শিক্ষকদের সংখ্যা দ্বিগুণ করা হবে, বাড়ানো হবে ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল কর্মী: মমতা

News Sundarban.com :
মার্চ ১৯, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়।  এক-এক করে জেলার এগরা, পটাশপুর ও মেচেদায় জনসভা করলেন তৃণমূলনেত্রী। সভা থেকে আজ বিজেপির পাশাপশি তৃণমূল ত্যাগীদেরও নিশানা করলেন একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন।

তৃণমূল নেত্রীর সাফ বার্তা, গদ্দারদের এক ইঞ্চিও জমি ছাড়বেন না। সভায় তিনি বলেন, ‘বিজেপি সরকার কোনও উন্নয়ন করেনি। আমি চাই না আমার বাংলার কোনও মানুষের নাম বাদ যাক। আমি এরাজ্যে এনপিআর হতে দেব না।’

মেচেদার সভায় তিনি বলেন, ‘শিক্ষকদের সংখ্যা দ্বিগুণ করা হবে।   আগে যেসব গদ্দার ছিল তারা চাকরি নিয়ে অনেক বেইমানি করেছে। আমি জানি। এবার কাজকর্ম ডাইরেক্ট হবে। কারও মাধ্যমে হবে না। ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল কর্মী বাড়ানো হবে। কোনও বুথকর্মীকে যাতে কিনতে না পারে সেদিকে নজর রাখতে হবে। ভিভি প্যাট মেশিন ভালো করে দেখে নেবেন।’

 

তিনি বলেন, ‘কৃষকদের জমি কেড়ে নিচ্ছে বিজেপি। অসমে ১৪ লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছে। দিল্লিতে হিংসায় বহু লোক মারা গেছে।’ তিনি বলেন, ‘মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ড আমরা চালু করছি। আমরা থাকলে আবার দুয়ারে সরকার আসবে। কৃষকদের  দশহাজার টাকা করে দেওয়া হবে। দ্বাদশের ছাত্র-ছাত্রীদের স্মার্ট ফোনের জন্য দশহাজার টাকা দেওয়া হচ্ছে।’

 

তৃণমূল ক্ষমতায় এলে সব মহিলাকে এবার মাসে ৫০০ টাকা করে হাতখরচা। এবার থেকে স্টুডেন্ট কার্ড, ৪ শতাংশ হারে সুদে ১০ লক্ষ টাকা। ’বিনা পয়সায় রেশন পেতে আর যেতে হবে না, এবার পাবেন দুয়ারেই। আগামীতে কৃষকরা বছরে ১০০০০ টাকা করে পাবেন। স্বাস্থ্যসাথী কার্ডে ৫ লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পাবেন।’

 

‘এই বিজেপি স্বৈরাচারী দল। সব মানুষের জন্য কোভিডের টিকা দেয়নি। কেন্দ্রীয় সরকারের কাছে চাইলেও দেয়নি। আমরা বিনাপয়সায় মানুষকে টিকা দিতে চেয়েছিলাম।’

সিপিএমের হার্মাদ ও তৃণমূল থেকে গদ্দাররা গিয়ে বিজেপি-তে গিয়ে ছড়ি ঘোরাচ্ছে। বিজেপি-তে মহিলারা নিরাপদ নন।
তৃণমূলনেত্রী বলেন, মনে রাখবেন বিজেপি দাঙ্গা করে, ওরা চুরি করে। এরা রেল, বিএসএনএল, এলআইসি বিক্রি করে দিচ্ছে। আপনার ব্যাঙ্কে রাখা টাকা যদি ফেরত না পান তাহলে কী হবে! মোদীর সরকার একটা অপদার্থ, দাঙ্গাবাজের সরকার। ওদের একটা ভোটও নয়।