শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইমরান খানের বিরোধী দলগুলোকে হুঁশিয়ারি, তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান না

News Sundarban.com :
মার্চ ১২, ২০২১
news-image

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির বিরোধী দলগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান না। এ মাসের শেষে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই লংমার্চের জন্য জনসমর্থন আদায়ের চেষ্টা করছে বিরোধী দলগুলো। তাদের উদ্দেশে এ কথা বলেছেন ইমরান। খবর জিও নিউজের।

পাকিস্তানের তেহরিক ই ইনসাফের (পিটিআই) বৈঠকে অংশ নিয়ে এ কথা বলেন ইমরান খান। ওই বৈঠকে সিনেট নির্বাচন ও সরকারবিরোধী লংমার্চ নিয়ে দলের জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রীরা আলোচনা করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, বিতর্কিত ‘জাতীয় আপস মীমাংসা অধ্যাদেশ’-(এনআরও) ইস্যুতে এই লংমার্চ করা হচ্ছে।

ইমরান খান বলেন, ‘আমাদের সব সম্ভাবনার কথা মাথায় নিয়ে এগোতে হবে। যুদ্ধক্ষেত্র থেকে যারা পালিয়ে যায়, আমি তাদের মধ্যে নেই। বিরোধীদের বিক্ষোভের মুখোমুখি হতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি। ২৬ মার্চ পিডিএমের লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও দেখুন