মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

মনোনয়ন পত্র জমা দিলেন আরএসপি প্রার্থী অনিল

News Sundarban.com :
মার্চ ১০, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: বিধানসভা নির্বাচনের বিধি মেনেই বুধবার দুপুরে গোসাবা বিধানসভার আরএসপি প্রার্থী অনিল চন্দ্র মন্ডল মনোনয়ন পত্র জমা দিলেন।

এদিন ক্যানিং মহকুমা শাসকের দফতরে নির্বাচনী রির্টানিং অফিসারে কাছে তাঁর মনোনয়ন পত্র জমা দেন।
অনিল বাবু মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার পথে জানিয়েছেন “গোসাবা বিধানসভা কেন্দ্রে এবার জোর লড়াই হবে। সাধারণ মানুষ সাম্প্রদায়িক বিজেপি কিংবা শাসক তৃণমূল কংগ্রেসের প্রতি আর বিশ্বাস রাখতে পারছেন না। ফলে সাধারণ মানুষ পরির্তনের পরিবর্তন চাইছেন।কোন উন্নয়ণ হয়নি।

কাটমানি নিয়েই শুধু নিজেদের পকেট ভার করেছেন।আর এখন বলছে খেলা হবে। কি খেলা হবে?সাধারণ মানুষ খেলার মাঠ থেকে বিদায় করে গোসাবার শিক্ষিত মানুষ আবারও আরএসপি কে ফিরিয়ে আনতে চাইছে। ফলে এই কেন্দ্র থেকে একশো ভগ নিশ্চিত আমিই জয়ী হব।”