শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পূর্ব রেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, সোমবার সন্ধ্যায় লাগা এই আগুনে মৃত্যু হয়েছে নয়জনের

News Sundarban.com :
মার্চ ৯, ২০২১
news-image

কলকাতার প্রাণকেন্দ্র স্ট্র্যান্ড রোডের পূর্ব রেলের নিউ কয়লাঘাট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় লাগা এই আগুনে নয়জনের মৃত্যু হয়েছে।

পুলিশ কমিশনার সৌমেন মিত্র গভীর রাতে জানান, নিহত ব্যক্তিদের মধ্যে পূর্ব রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথী মণ্ডল ও পুলিশের কর্মকর্তা অমিত ভাওয়ালও রয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দমকলের চার কর্মী ও রেল পুলিশের এক কর্মী রয়েছেন। নিহত বাকিদের শনাক্ত করার কাজ চলছে। এ ছাড়া দুজন নিখোঁজ রয়েছেন।

গতকাল সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে দমকলের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে তা নেভানোর কাজে অংশ নেয়।

শিগগির ঘটনার তদন্ত শুরু হবে বলে জানিয়েছে রেলওয়ে

রেলওয়ে সূত্র বলছে, ভবনের ১৩ তলায় এসি বিস্ফোরিত হয়ে এই আগুনের সূত্রপাত। ভবনের পাশেই রয়েছে এলআইসি ভবন। ঘটনার সময় ওই ভবনে ৫০০ জন কর্মী কাজ করছিলেন।

যাঁরা নিহত হয়েছেন, তাঁরা সবাই লিফটে করে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন। কিন্তু আগুনের লেলিহান শিখা তাঁদের ঝলসে দেয়।

গতকাল দিবাগত রাত একটার দিকে নয়জনের লাশ কলকাতার পিজি হাসপাতালে পৌঁছায়। পরে নিকট আত্মীয়রা ছয়জনের লাশ শনাক্ত করেন।

এই ঘটনায় আহত দুই রেলকর্মীকে রেলের শিয়ালদহের বিআর সিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দমকলমন্ত্রী সুজিত বসু, পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রসহ রাজ্যের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজ্য সরকার নিহত ব্যক্তিদের পরিবারপিছু ১০ লাখ রুপি ও একজনের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে।

শিগগিরই ঘটনার তদন্ত শুরু হবে বলে জানিয়েছে রেলওয়ে।