শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথম ইনিংসে ভারত ৮৯ রানের লিড নিয়ে ফেলার পর এই টেস্টের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে

News Sundarban.com :
মার্চ ৬, ২০২১
news-image

গতকালই প্রথম ইনিংসে ভারত ৮৯ রানের লিড নিয়ে ফেলার পর এই টেস্টের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। ম্যাচটা কত দিনে গড়ায়, সেটা জানারই শুধু অপেক্ষা।

১৬০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। ড্যান লরেন্সের দৃঢ়প্রতিজ্ঞ এক ইনিংসও তাদের ১৩৫ রানে অলআউট হওয়া আটকাতে পারেনি। ইনিংস ও ২৫ রানের ব্যবধানে তিন দিনেই চতুর্থ টেস্ট হেরে বসেছে ইংল্যান্ড। ৩-১ ব্যবধানে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গিয়েছে ভারত।

অক্ষরকে সামলাতেই পারেনি ইংল্যান্ডের টপ অর্ডার।

আহমেদাবাদের উইকেট ব্যাটিংস্বর্গ না হলেও অন্তত ২০৫ রানে গুটিয়ে যাওয়ার মতো ছিল না। কাল ঋষভ পন্তের আগ্রাসী ব্যাটিং সেটা প্রমাণ করে দিয়েছিল।

প্রথম চার ওভারে কিছু হয়নি। পঞ্চম ওভারেই শুরু হলো ধস। রবিচন্দ্রন অশ্বিনের প্রথম ওভারেই বল বুঝতে না পেরে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন জ্যাক ক্রলি। পরের বলেই সিরিজে নিজের চতুর্থ শূন্য বুঝে নিয়ে ফিরে গেলেন জনি বেয়ারস্টো! প্রথমে বোলিং শুরু করেও অশ্বিনের উইকেট উৎসব দেখে অন্য প্রান্তে অক্ষরও খেপে উঠলেন। ১০ রানে প্রথম দুই উইকেট হারানো ইংল্যান্ড ১০ রান বিরতি দিয়ে দিয়ে তৃতীয় ও চতুর্থ উইকেট হারাল। অধিনায়ক জো রুট কিছুক্ষণ থিতু হওয়ার চেষ্টা করলেন ওলি পোপকে নিয়ে।

অশ্বিনও যোগ দিয়েছেন উইকেট উৎসবে।

৩৫ রানের জুটি শেষ হলো পোপের (১৫) স্টাম্পড হওয়ার মধ্য দিয়ে। অক্ষরের তিন উইকেট প্রাপ্তির দুই বল পরই অশ্বিন পেয়ে গেলেন তাঁর তৃতীয় উইকেট। অশ্বিনের বলে এলবিডব্লু হয়ে গেলেন অধিনায়ক রুট (৩০)। রিভিউ নিয়ে অবশ্যম্ভাবী ঘটনাকে একটু পেছাতে চেয়েছিলেন রুট। লাভ হয়নি। ৬৫ রানেই ষষ্ঠ উইকেট হারাল ইংল্যান্ড। এরপরই যা একটু লড়াই দেখালেন সফরকারীরা। ৪৪ রানের জুটিতে ১০০ পেরোল ইংল্যান্ড। দুই রানের মধ্যে বেন ফোকস ও ডম বেসকে ফিরিয়ে দিয়ে ইনিংসে পাঁচ উইকেটও পেয়ে গেলেন অক্ষর।

ইনিংসের বাকি সময়টা শুধু ব্যক্তিগত অর্জনের। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ড্যান লরেন্স ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পেয়েছেন। আর তাঁকে আউট করে ক্যারিয়ারে ৩০ বারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেলেন অশ্বিন। ৪৮ রানে ৫ উইকেট তাঁর। আর অক্ষরের ৫ উইকেট ৪৭ রানে। ৩ টেস্টে ২৭ উইকেট পেয়েছেন অক্ষর। আর ৪ টেস্টে ৩২ উইকেট নিয়ে সিরিজ শেষ করলেন অশ্বিন। ভারতের হয়ে প্রথম কোনো বোলার হয়ে একাধিক সিরিজে ৩০ উইকেট পেলেন অশ্বিন।

একটুর আক্ষেপ রয়ে গেল সুন্দরের।

দিনের প্রথম সেশনটা অবশ্য কীর্তিতে নয়, আক্ষেপে শেষ হয়েছে। কাল পন্ত যখন আগ্রাসনের রোলার চালাচ্ছিলেন ইংলিশ বোলিং লাইনআপে, তখন অন্য প্রান্তে এর সুফল ভোগ করেছেন সুন্দর। পন্ত ফেরার পরও অক্ষর প্যাটেলকে নিয়ে ১০ ওভার কাটিয়ে দিয়েছেন। আজ তো প্রায় প্রথম সেশনটাই কাটিয়ে দেওয়ার পথে ছিলেন দুজন। সকালে প্রথম ২০ ওভারে ইংল্যান্ডকে কোনো সুযোগ দেননি দুজন। এই সিরিজেই সঙ্গীর অভাবে ৮৫ রানে অপরাজিত থাকতে হয়েছিল সুন্দরকে। আজ সে দুঃখ ঘুচবে বলেই মনে হয়েছিল। অক্ষরের সঙ্গে ১০৬ রানের জুটি গড়ে ৯৬ রানে পৌঁছে গিয়েছিলেন সুন্দর। ইংলিশ স্পিনারদের এত দারুণ সামলাচ্ছিলেন যে এ উইকেট স্পিনারদের সাহায্য করছে, এমন কথা বলার সুযোগই হচ্ছিল না।

১০৬ রানের অষ্টম উইকেট জুটি ভাঙল। ওভারের শেষ বল হওয়ায় নন-স্ট্রাইকে আটকা পড়লেন সুন্দর। সর্বনাশটা হলো তখনই। বেন স্টোকস প্রথম বলেই এলবিডব্লু করে দিলেন ইশান্ত শর্মাকে। দুই বল বিরতি দিয়েই সুন্দরের মন ভাঙলেন স্টোকস, মোহাম্মদ সিরাজের স্টাম্প উপড়ে নিলেন। ৯৬ রানে অপরাজিত থাকলেন সুন্দর! ভারত ৩৬৫ রানে অলআউট হয়েছে, কিংবা ১৬০ রানের লিড নিয়েছে সেটা নয়, সবার মুখে শুধু এই আক্ষেপের গল্প তখন।

দুই দিন আগে ম্যাচ শেষ হওয়ার দুঃখটা বাড়িতে গিয়েই হয়তো ভুলতে পারবেন অক্ষর।