শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিরাট কোহলি আধুনিক সময়ের নায়ক

News Sundarban.com :
মার্চ ২, ২০২১
news-image

বিরাট কোহলি মানে ভিন্ন কিছু। তিনি এমন একজন ক্রিকেটার, যাঁর উপস্থিতিই দলকে উজ্জীবিত করে মাঠে। ব্যাট হাতে তাঁর পারফরম্যান্সে যিনি নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন, গড়ছেন; নিজেকে নিয়ে যাচ্ছেন আরও ওপরে। তাঁর শরীরী ভাষাই বলে দেয়, ‘অসাধ্য কিছু নেই।’ এক কোহলিই ভারতীয় ক্রিকেট দলের মননে গেঁথে দিয়েছেন যেকোনো পরিস্থিতিতে করা সম্ভব যেকোনো কিছুই।

স্টিভ ওয়াহও সেটিই মনে করেন। একসময় সর্বজয়ী এক দলের নেতৃত্ব দিয়েছেন। এই শতকের শুরুতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে এমন এক উচ্চতায় তুলে দিয়েছিলেন, যেখানে তাদের জয় কোনো সংবাদ ছিল না। তারা হেরে গেলেই শিরোনাম নিয়ে মাথাব্যথা শুরু হতো সবার। স্টিভ ওয়াহ মনে করেন, এ যুগে কোহলি ভারতীয় দলকে নিয়ে ঠিক সে কাজটাই করে চলেছেন।

কোহলিকে নিয়ে ওয়াহ কথা বলেছেন, ভারতকে নিয়ে নির্মিত তাঁর এক তথ্যচিত্রে। সেখানে তিনি বলেছেন, কোহলি হচ্ছে আধুনিক ভারতীয় মানসিকতার প্রতীক। সেটি এমন যে ভারতীয়রা এখন কাউকে ভয় পায় না, করে যায় নিজেদের কাজটি। শেষ পর্যন্ত জয়ী হয় তাদের ভয়ডরহীন মানসিকতাই। কোহলি যেন আধুনিক সময়ের নায়ক।