বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কৃষি আইনের সমর্থনে প্রচার চালাচ্ছেন বেলদার ‘দরজি’ অশোক কর্মকার

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৮, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: পেশায় দরজি কৃষি আইনের সমর্থনে প্রচার চালাচ্ছেন বেলদার অশোক কর্মকার। নিজে কৃষক নয় তবুও বাংলার কৃষকদের স্বার্থে কেন্দ্রের কৃষি আইনের সমর্থনে প্রচার চালাচ্ছেন বেলদার অশোক কর্মকার।

কয়েকদিন ধরেই নানাভাবে প্রচার চালাচ্ছেন তিনি। শনিবারও তাকে দেখতে পাওয়া গেলো পরনে গামছা পরে কাঁধে প্রতীকী লাঙল ও হাতে প্ল্যাকার্ড নিয়ে খালি পায়ে বেলদায় ঘুরেছেন এই ব্যক্তি।

তার বক্তব্য,” দিল্লিতে যারা কৃষি আইনের বিরোধিতা করছেন তারা প্রকৃত কৃষক নয়। কেন্দ্রের আনা কৃষি আইন কৃষকদের পক্ষে ভালো হবে।” তবে তার এই প্রচারকে কটাক্ষ করেছে তৃণমূল ও এসইউসি। তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ বলেন,” তিনি নিজেই কৃষক নন। কৃষকদের দুঃখ বুঝবেন কী করে!” বামদলের দাবি, অশোককে কেউ ভুল বুঝিয়ে পথে নামিয়েছেন। দেশের কৃষকেরা কৃষি আইনের বিরুদ্ধে।”