শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে একদফায় ভোট হবে: দিলীপ ঘোষ

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৭, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, ‘বাংলায় বিজেপি ক্ষমতায় এলে একদফায় ভোট হবে।’

শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার আট দফায় ভোট হবে। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। সেই রেশ ধরে শনিবার বালুরঘাটে চা-চক্রে দিলীপ জানান, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে একদফা ভোট হবে। তিনি বলেন, ‘সুবিধা ভোটের দফা নিয়ে হয় না। অসুবিধা কম হবে। আমরা নির্বাচন কমিশনকে বারবার বলেছিলাম, বেশি দফায় ভোট করুন, যাতে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করুন। যাতে মানুষ বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারেন। এক দফায় ভোটটা একটি প্রেস্টিজের বিষয়। এটা আমাদের করতে হবে। সঙ্গে সঙ্গে বাড়িতে বাড়িতে সিকিউরিটি রেখে নেতার পিছনে সিকিউরিটি রাখাটা আমরা বন্ধ করে দেব।’

ঘাসফুল শিবিরের তরফে দাবি করা হয়, বাংলায় ক্ষমতায় আসবে না বিজেপি। তাই সেই আশা কখনও বাস্তবে পরিণত হবে না। দিলীপের এই মন্তব্যের পালটা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘দিলীপ ঘোষ পদ্ধতিটাই জানেন না। ক’দফায় ভোট হবে, সেটা কমিশন ঠিক করে। কমিশন জোর করে আটদফায় করছে। দিলীপ ঘোষ কীভাবে বলছেন একদফায় করবেন, জানি না। দিবাস্বপ্নই থেকে যাবে।